Thursday , January 2 2025

The Code of Civil Procedure, 1908 । Section 105. Other orders

***2286-Hader

The Code of Civil Procedure, 1908
(ACT NO. V OF 1908)
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)


ধারার ইংরেজী ভার্সনঃ

Section 105. Other orders:
(1) Save as otherwise expressly provided, no appeal shall lie from any order made by a Court in the exercise of its original or appellate jurisdiction; but, where a decree is appealed from, any error, defect or irregularity in any order, affecting the decision of the case, may be set forth as a ground of objection in the memorandum of appeal.
(2) Notwithstanding anything contained in sub-section (1), where any party aggrieved by an order of remand made after the commencement of this Code from which an appeal lies does not appeal therefrom, he shall thereafter be precluded from disputing its correctness.

ধারার বাংলা ভার্সনঃ

ধারা ১০৫। অন্যান্য আদেশঃ
(১) ব্যক্তভাবে অনুরূপ বিধান থাকলে, মূল কিংবা আপিল এখতিয়ার প্রয়োগকারী আদালত কর্তৃক প্রদত্ত যে কোন আদেশ হতে আপিল চলবে না; কিন্তু ডিক্রি হতে আপিল হলে মোকদ্দমার সিদ্ধান্ত খর্বকারী যে কোন আদেশ যে কোন ভুল-ত্রুটি, বা অনিয়মত আপিলের সিদ্ধান্তে আপত্তির সঙ্গত কারণ হিসেবে উপস্থাপন করা যেতে পারে।
(২) উপ-ধারা (১) এ যাই উল্লেখিত থাকুক না কেন, এই আইন কার্যকর হওয়ার পর প্রদত্ত আপিল চলে এইরূপ পুনঃবিচারের আদেশ দ্বারা সংক্ষুব্ধ যে কোন পক্ষ ওটা হতে আপিল না করলে পরবর্তীকালে এটার যথার্থতা সম্পর্কে বিতর্ক করতে সে বারিত হবে।

OK-2505@Youtube Subscribe

বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...

***2506-Registration Contact