The Code of Civil Procedure, 1908 । Section 11. Res Judicata
ধারার ইংরেজী ভার্সনঃ
Section 11. Res Judicata:
No Court shall try any suit or issue in which the matter directly and substantially in issue has been directly and substantially in issue in a former suit between the same parties, or between parties under whom they or any of them claim, litigating under the same title, in a court competent to try such subsequent suit or the suit in which such issue has been subsequently raised, and has been heard and finally decided by such Court.
Explanation I:
The expression “former suit” shall denote a suit which has been decided prior to the suit in question whether or not it was instituted prior thereto.
Explanation II:
For the purposes of this section, the competence of a Court shall be determined irrespective of any provisions as to a right of appeal from the decision of such Court.
Explanation III:
The matter above referred to must in the former suit have been alleged by one party and either denied or admitted, expressly or impliedly, by the other.
Explanation IV:
Any matter which might and ought to have been made ground of defence or attack in such a former suit shall be deemed to have been a matter directly and substantially in issue in such suit.
Explanation V:
Any relief claimed in the plaint, which is not expressly granted by the decree, shall, for the purposes of this section, be deemed to have been refused.
Explanation VI:
Where persons litigate bona fide in respect of a public right or of a private right claimed in common for themselves and others, all persons interested in such right shall, for the purposes of this section, be deemed to claim under the persons so litigating.
ধারার বাংলা ভার্সনঃ
ধারা ১১। পূর্ব বিচার সিদ্ধান্তঃ
কোন আদালত এমন কোন মোকদ্দমা বা প্রশ্নের বিচার করবেন না, যার প্রত্যক্ষ বা মূল বিচার্য বিষয়বস্তু পূর্ববর্তী কোন মোকদ্দমার প্রত্যক্ষ এবং মূল বিচার্য বিষয়বস্তু ছিল, এবং মোকদ্দমাটি একই পক্ষসমূহের মধ্যে হয়েছে, যাদের সূত্রে বা যাদের মধ্যে একজনের সূত্রে পরবর্তী মোকদ্দমার পক্ষসমূহের বা পক্ষসমূহের মধ্যে একজন স্বত্ব দাবি করেন, এবং মোকদ্দমাটি এমন একটি আদালতে শ্রুত ও চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়েছে, যে আদালত পরবর্তী মোকদ্দমা অথবা যে মোকদ্দমায় পরবর্তী বিষয়টি উত্থাপিত হয়েছে, তার বিচার করতে এখতিয়ারসম্পন্ন।
ব্যাখ্যা ১।
“পূর্ববর্তী মোকদ্দমা” বলতে সেই মোকদ্দমা বুঝাবে, যার বিচার বর্তমান মোকদ্দমার পূর্বেই হয়ে গিয়েছে, ওটা পূর্বে দায়ের করা হয়েছে কি-না, সেই সম্পর্কে কোন প্রশ্ন উত্থাপন করা যাবে না;
ব্যাখ্যা ২।
উক্ত ধারার উদ্দেশ্যে কোন আদালতের বিচার করার ক্ষমতা, ওটার রায়ের বিরুদ্ধে আপিল করার অধিকার সম্পর্কিত ব্যবস্থা বাদ দিয়ে বিবেচনা করতে হবে;
ব্যাখ্যা ৩।
উপরোল্লিখিত প্রত্যক্ষ ও মূল বিষয়টি পূর্ববর্তী মোকদ্দমায় এক পক্ষ কর্তৃক দাবিকৃত এবং অপর পক্ষ কর্তৃক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে স্বীকৃত হতে হবে;
ব্যাখ্যা ৪।
পূর্ববর্তী মোকদ্দমায় যে বিষয়টি আত্মপক্ষ সমর্থন বা বিপক্ষের যুক্তি খন্ডনের জন্য ব্যবহৃত হতে পারত বা হওয়া উচিত ছিল, তা উক্ত মোকদ্দমার প্রত্যক্ষ ও মূল বিবেচ্য বিষয় ছিল বলে ধরে নিতে হবে;
ব্যাখ্যা ৫।
আরজীতে যে প্রতিকার প্রার্থনা করা হয়েছে, ডিক্রিতে তা সুষ্পষ্টভাবে মঞ্জুর না হয়ে থাকলে, অত্র ধারার উদ্দেশ্যে তা প্রত্যাখ্যান করা হয়েছে বলে ধরে নিতে হবে;
ব্যাখ্যা ৬।
যখন একাধিক লোক কোন সাধারণ অধিকার কিংবা সকলের স্বার্থ সংশ্লিষ্ট কোন ব্যক্তিগত অধিকারের জন্য সরল বিশ্বাসে মোকদ্দমা করে, তখন উক্ত স্বার্থের সাথে সংশ্লিষ্ট সকল লোক অত্র ধারার উদ্দেশ্যে মোকদ্দমাকারীদের সূত্রে স্বত্ব দাবী করছে বলে ধরতে হবে।