Thursday , January 2 2025

The Code of Civil Procedure, 1908 । Section 114. Review

***2286-Hader

The Code of Civil Procedure, 1908
(ACT NO. V OF 1908)
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)


ধারার ইংরেজী ভার্সনঃ

Section 114. Review:
Subject as aforesaid, any person considering himself aggrieved-
(a) by a decree or order from which an appeal is allowed by this Code, but from which no appeal has been preferred,
(b) by a decree or order from which no appeal is allowed by this Code, or
(c) by a decision on a reference from a Court of Small Causes may apply for a view of judgement to the Court which passed the decree or made the order, and the Court may make such order thereon as it thinks fit.

ধারার বাংলা ভার্সনঃ

ধারা ১১৪। পুনর্বিচারঃ
উল্লিখিতরূপ শর্তাদি ও সীমাবদ্ধতা সাপেক্ষে কোন লোক যদি নিম্নবর্ণিত কোন হেতুবশতঃ অসন্তুষ্ট হয়-
(এ) যে ডিক্রি বা আদেশ হতে এই আইন মতে আপিল চলে, কিন্তু আপিল দায়ের করা হয় নাই, তদ্রুপ কোন ডিক্রি বা আদেশহেতু;
(বি) যে ডিক্রি বা আদেশ হতে এই আইনমতে কোন আপিল দায়ের চলে না, তদ্রূপ কোন ডিক্রি বা আদেশহেতু; কিংবা
(সি) কোন স্বল্প এখতিয়ার আদালত রেফারেন্সের উপর প্রদত্ত সিদ্ধান্ত দ্বারা সংক্ষুব্ধ মনে করেন তবে, উক্ত লোক ডিক্রি বা আদেশদানকারী আদালতের নিকট ওটার রায় পুনর্বিচারের জন্য আবেদন করতে পারবে এবং আদালত তৎসম্পর্কে যথোপযুক্ত আদেশ দান করতে পারবে।

OK-2505@Youtube Subscribe

বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...

***2506-Registration Contact