Thursday , January 2 2025

The Code of Civil Procedure, 1908 । Section 123. Constitution of Rule Committees

***2286-Hader

The Code of Civil Procedure, 1908
(ACT NO. V OF 1908)
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)


ধারার ইংরেজী ভার্সনঃ

Section 123. Constitution of Rule Committees:
(1) A Committee, to be called the Rule Committee, shall be constituted for the purpose referred to in section 122.
(2) Such Committee shall consist of the following persons, namely:
(a) three Judges of the Supreme Court, one of whom at least has served as a District Judge for three years;
(b) two advocates practising in that Court; and
(c) a Judge of a Civil Court subordinate to the High Court Division.
(3) The members of such Committee shall be appointed by the Chief Justice, who shall also nominate one of their number to be president.
Provided that, if the Chief Justice elects to be himself a member of the Committee, the number of other Judges appointed to be members shall be two, and the Chief Justice shall be the President of the Committee.
(4) Each member of such committee shall hold office for such period as may be prescribed by the Chief Justice in this behalf; and whenever any member retires, resigns, dies or becomes incapable of acting as a member of the Committee, the said Chief Justice may appoint another person to be a member in his stead.
(5) There shall be a Secretary to such Committee, who shall be appointed by the Chief Justice and shall receive such remuneration as may be provided in this behalf by the Government.

ধারার বাংলা ভার্সনঃ

ধারা ১২৩। বিধি কমিটি গঠনঃ
(১) ১২২ ধারায় উল্লেখিত উদ্দেশ্যে বিধি কমিটি নামে একটি কমিটি গঠিত হবে।
(২) এরূপ কমিটি নিম্নোক্ত ব্যক্তির সমন্বয়ে গঠিত হবে, যথাঃ
(এ) সুপ্রীম কোর্টের তিন জন বিচারক, যাঁদের মধ্যে একজন অন্তত জেলা জজ হিসাবে তিন বছর চাকুরী করেছেন;
(বি) ঐ আদালতে আইন ব্যবসা করছে এরূপ দুইজন আইনজীবী; এবং
(সি) হাইকোর্ট বিভাগের অধীনস্থ দেওয়ানী আদালতের একজন বিচারক।
(৩) এইরূপ কমিটির সদস্যগণ প্রধান বিচারপতি কর্তৃক নিযুক্ত হবেন; তিনি তাঁদের একজনকে সভাপতি মনোনীত করবেন।
তবে শর্ত থাকে যে, প্রধান বিচারপতি যদি নিজকে উক্ত কমিটির সদস্য হিসেবে নির্বাচন করেন, তবে অন্যান্য নিয়োগকৃত বিচারকের সংখ্যা হবে দুই এবং প্রধান বিচারপতি কমিটির সভাপতি থাকবেন।
(৪) অনুরূপ কমিটির প্রত্যেক সদস্য প্রধান বিচারপতি কর্তৃক এতদুদ্দেশ্যে নির্ধারণকৃত মেয়াদকালীন সময়ের জন্য দপ্তরে উপবিষ্ট থাকবেন এবং যখনই কোন সদস্য অবসর গ্রহণ করেন, পদত্যাগ করেন, মৃত্যুবরণ করেন, বা কমিটির সদস্য হিসেবে কর্ম করতে অপারগ হন উক্ত প্রধান বিচারপতি তার পরিবর্তে অন্য একজন সদস্যকে নিয়োগদান করতে পারেন।
(৫) অনুরূপ কমিটির একজন সচিব থাকবেন যে ব্যক্তি প্রধান বিচারপতি কর্তৃক নিয়োগকৃত হবে এবং সরকার কর্তৃক এতদুদ্দেশ্যে পারিশ্রমিক গ্রহণ করবে।

OK-2505@Youtube Subscribe

বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...

***2506-Registration Contact