Thursday , January 2 2025

The Code of Civil Procedure, 1908 । Section 144. Application for restitution

***2286-Hader

The Code of Civil Procedure, 1908
(ACT NO. V OF 1908)
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)


ধারার ইংরেজী ভার্সনঃ

Section 144. Application for restitution:
(1) Where and in so far as a decree is varied or reversed, the Court of first instance shall, on the application of any party entitled to any benefit by way of restitution or otherwise, cause such restitution to be made as will, so far as may be, place the parties in the position which they would have occupied but for such decree or such part thereof as has been varied or reversed; and, for this purpose, the Court may make any orders, including orders for the refund of costs and for the payment of interest, damages, compensation and mesne profits, which are properly consequential on such variation or reversal.
(2) No suit shall be instituted for the purpose of obtaining any restitution or other relief which could be obtained by application under sub-section (1).

ধারার বাংলা ভার্সনঃ

ধারা ১৪৪। পুনঃরুদ্ধারের জন্য আবেদনঃ
(১) যেক্ষেত্রে ডিক্রির যে পরিমিত পরিবর্তন বা রদ করা হয়, সেক্ষেত্রে সেই পরিমিত পুনঃরুদ্ধারের বা অন্য কোনভাবে কোনরূপ সুবিধা পাওয়ার অধিকারী কোন পক্ষের আবেদনক্রমে যথাসম্ভব প্রাথমিক আদালত এরূপভাবে পুনঃরুদ্ধার করাবে, যা পক্ষদের এমন অবস্থায় প্রতিষ্ঠিত করবে যার মধ্যে পরিবর্তন কিংবা রদ হয়েছে এরূপ ডিক্রি কিংবা তার এরূপ অংশ প্রদত্ত না হলে তাদের দখলে থাকত; এবং এই লক্ষ্যে আদালত অনুরূপ পরিবর্তন কিংবা রদের জন্য আবিষ্কৃত মোকদ্দমার খরচ ফেরতের জন্য এবং সুদ, খেসারত ও ক্ষতিপূরণ এবং মধ্যবর্তীকালীন মুনাফা পরিশোধের আদেশসহ যে কোন আদেশ দিতে পারে।
(২) (১) উপ-ধারার অধীনে আবেদন দ্বারা লাভ করা যেত, এরূপ কোন পুনঃরুদ্ধারের অথবা কোন প্রতিকার পাওয়ার জন্য কোন মোকদ্দমা দায়ের করা চলবে না।

OK-2505@Youtube Subscribe

বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...

***2506-Registration Contact