Thursday , January 2 2025

The Code of Civil Procedure, 1908 । Section 146. Proceedings by or against representatives

***2286-Hader

The Code of Civil Procedure, 1908
(ACT NO. V OF 1908)
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)


ধারার ইংরেজী ভার্সনঃ

Section 146. Proceedings by or against representatives:
Save as otherwise provided by this Code or by any law for the time being in force, where any proceeding may be taken or application made by or against any person, then the proceeding may be taken or the application may be made by or against any person claiming under him.

ধারার বাংলা ভার্সনঃ

ধারা ১৪৬। প্রতিনিধিদের দ্বারা বা তাদের বিরুদ্ধে কার্যক্রমঃ
অত্র আইনের কিংবা সমকালীন বলবৎ কোন আইনে অন্যরূপ বিধান থাকলে, তা ব্যতিরেকে যেক্ষেত্রে কোন লোক কর্তৃক কিংবা তার বিরুদ্ধে কোন কার্যক্রম গ্রহণ করা যেতে পারে কিংবা আবেদনপত্র দাখিল করা হয়, সেক্ষেত্রে তার অধীনে দাবীদার কোন লোক কর্তৃক কিংবা তার বিরুদ্ধে কার্যক্রম গ্রহণ করা যেতে পারে কিংবা আবেদনপত্র দাখিল করা যেতে পারে।

OK-2505@Youtube Subscribe

বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...

***2506-Registration Contact