Thursday , September 18 2025

The Code of Civil Procedure, 1908 । Section 150. Transfer of business

দেওয়ানী কার্যবিধি, ১৯০৮

(১৯০৮ সালের ৫নং আইন)
দায়িত্ব অব্যাহতি (Disclaimer): এটি শুধুমাত্র শিক্ষামূলক ও প্রশিক্ষণমূলক উদ্দেশ্যে প্রস্তুত করা হয়েছে। এখানে প্রদত্ত সকল তথ্য, দৃষ্টান্ত ও উপাত্ত বিজ্ঞ আইনজীবীদের পেশাগত পরামর্শের বিকল্প নয়।
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ এর সূচীপত্রে ফিরে যান।

ধারার ইংরেজী ভার্সনঃ

Section 150. Transfer of business:
Save as otherwise provided, where the business of any Court is transferred to any other Court, the Court to which the business is so transferred shall have the same powers and shall perform the same duties as those respectively conferred and imposed by or under this Code upon the Court from which the business was so transferred.

ধারার বাংলা ভার্সনঃ

ধারা ১৫০। কার্য হস্তান্তরঃ
অন্যরূপ কোন বিধান ব্যতিরেকে যখন এক আদালতের কার্যক্রম অন্য আদালতে স্থানান্তরিত হয়, সেক্ষেত্রে এই আইনের মাধ্যমে কিংবা অনুযায়ী এরূপ হস্তান্তরকারী আদালতের উপর এই বিষয়ের উপর যে ক্ষমতা এবং কর্তব্য অর্পিত ছিল, যে আদালতের নিকট হস্তান্তরিত হয়েছে, ওটার প্রতিও সেরূপ ক্ষমতা এবং কর্তব্য আরোপিত হবে।
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ এর সূচীপত্রে ফিরে যান।