Thursday , January 2 2025

The Code of Civil Procedure, 1908 । Section 19. Suits for compensation for wrongs to person or movables

***2286-Hader

The Code of Civil Procedure, 1908
(ACT NO. V OF 1908)
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)


ধারার ইংরেজী ভার্সনঃ

Section 19. Suits for compensation for wrongs to person or movables:
Where a suit is for compensation for wrong done to the person or to movable property, if the wrong was done within the local limits of the jurisdiction of one Court and the defendant resides, or carries on business, or personally works for gain, within the local limits of the jurisdiction of another Court, the suit may be instituted at the option of the plaintiff in either of the said Courts.
Illustrations:
(a) A, residing in Chittagong beats B in Dhaka. B may sue A either in Dhaka or in chittagong.
(b) A, residing in chittagong publishes in Dhaka statements defamatory of B. B may sue A either in Dhaka, or in chittagong.

ধারার বাংলা ভার্সনঃ

ধারা ১৯। ব্যক্তি বা অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণের মোকদ্দমাঃ
কোন লোক বা কোন অস্থাবর সম্পত্তির প্রতি এক আদালতের এখতিয়ারের স্থানীয় সীমারেখার মধ্যে ক্ষতিসাধন করা হলে, এবং বিবাদী অপর আদালতের এখতিয়ারের স্থানীয় সীমারেখার মধ্যে বসবাস করলে বা ব্যবসা করলে বা লাভজনক কাজ করলে, বাদী দুই আদালতের যে কোন একটিতে ক্ষতিপূরণের মোকদ্দমা দায়ের করতে পারে।
উদাহরণঃ
(এ) ‘এ’ চট্টগ্রামে বসবাস করে এবং সে ‘বি’ কে ঢাকায় মারধর করে। ‘বি’ ঢাকায় অথবা চট্টগ্রামে ‘এ’ এর বিরুদ্ধে মোকদ্দমা করতে পারে।
(বি) চট্টগ্রামে বসবাসকারী ‘এ’ ঢাকায় ‘বি’ সম্পর্কে মানহানিকর বিবৃতি প্রকাশ করে। ‘বি’ ঢাকায় কিংবা চট্টগ্রামে ‘এ’ এর বিরুদ্ধে মোকদ্দমা করতে পারে।

OK-2505@Youtube Subscribe

বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...

***2506-Registration Contact