The Code of Civil Procedure, 1908 । Section 21. Objections to jurisdiction
ধারার ইংরেজী ভার্সনঃ
Section 21. Objections to jurisdiction:
No objection as to the place of suing shall be allowed by any appellate or revisional Court unless such objection was taken in the Court of first instance at the earliest possible opportunity and in all cases where issues are settled at or before such settlement, and unless there has been a consequent failure of justice.
ধারার বাংলা ভার্সনঃ
ধারা ২১। এখতিয়ার সম্পর্কে আপত্তিঃ
যে আদালতে প্রথম মোকদ্দমা করা হয়, সেই আদালতে প্রথম সম্ভাব্য সুযোগ এবং বিচার্য বিষয় স্থির করার প্রাক্কালে অথবা তৎপূর্বে আপত্তি উত্থাপন না করা হলে এবং ন্যায়বিচারের উদ্দেশ্য ব্যর্থ না হলে কোন আপিল বা রিভিশন আদালত মোকদ্দমা দায়েরের স্থান সম্পর্কে কোন আপত্তি মঞ্জুর করবেন না।