Friday , March 14 2025

The Code of Civil Procedure, 1908 । Section 21. Objections to jurisdiction

The Code of Civil Procedure, 1908
(ACT NO. V OF 1908)
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)

অত্র আইন এর সূচী আইনসমগ্র এর সূচী মূল পাতায় ফিরে যান


ধারার ইংরেজী ভার্সনঃ

Section 21. Objections to jurisdiction:
No objection as to the place of suing shall be allowed by any appellate or revisional Court unless such objection was taken in the Court of first instance at the earliest possible opportunity and in all cases where issues are settled at or before such settlement, and unless there has been a consequent failure of justice.

ধারার বাংলা ভার্সনঃ

ধারা ২১। এখতিয়ার সম্পর্কে আপত্তিঃ
যে আদালতে প্রথম মোকদ্দমা করা হয়, সেই আদালতে প্রথম সম্ভাব্য সুযোগ এবং বিচার্য বিষয় স্থির করার প্রাক্কালে অথবা তৎপূর্বে আপত্তি উত্থাপন না করা হলে এবং ন্যায়বিচারের উদ্দেশ্য ব্যর্থ না হলে কোন আপীল বা রিভিশন আদালত মোকদ্দমা দায়েরের স্থান সম্পর্কে কোন আপত্তি মঞ্জুর করবেন না।

অত্র আইন এর সূচী আইনসমগ্র এর সূচী মূল পাতায় ফিরে যান

বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...
Subscribe Now