দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)
দায়িত্ব অব্যাহতি (Disclaimer): এটি শুধুমাত্র শিক্ষামূলক ও প্রশিক্ষণমূলক উদ্দেশ্যে প্রস্তুত করা হয়েছে। এখানে প্রদত্ত সকল তথ্য, দৃষ্টান্ত ও উপাত্ত বিজ্ঞ আইনজীবীদের পেশাগত পরামর্শের বিকল্প নয়।
Section 37. Definition of Court which passed a decree:
The expression “Court which passed a decree,” or words to that effect, shall, in relation to the execution of decrees, unless there is anything repugnant in the subject or context, be deemed to include,-
(a) where the decree to be executed has been passed in the exercise of appellate jurisdiction, the Court of first instance, and
(b) where the Court of first instance has ceased to exist or to have jurisdiction to execute it, the Court which, if the suit wherein the decree was passed was instituted at the time of making the application for the execution of the decree, would have jurisdiction to try such a suit.
ধারা ৩৭। ডিক্রি প্রদানকারী আদালতের সংজ্ঞাঃ
“যে আদালত ডিক্রি প্রদান করেছেন” বলতে বা অনুরূপ কোন বাক্য দ্বারা ডিক্রি জারির ব্যাপারে সংশ্লিষ্ট বিষয় বা প্রসঙ্গে বিপরীত কোন বিধান না থাকলে নিম্নোক্তরূপ অন্তর্ভূক্ত করে বলে গণ্য হবে-
(এ) জারিযোগ্য ডিক্রি আপীল এখতিয়ার ক্ষমতায় প্রদত্ত হয়ে থাকলে প্রাথমিক আদালত, এবং
(বি) প্রাথমিক আদালত উঠে গিয়ে থাকলে কিংবা ডিক্রি জারি করতে এখতিয়ারবিহীন হয়ে থাকলে ডিক্রি জারি করার আবেদন করার সময় যে আদালতের অনুরূপ মোকদ্দমা বিচার করার এখতিয়ার ছিল, সেই আদালত।
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ এর সূচীপত্রে ফিরে যেতে এখানে ক্লিক করুন।
বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমার প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে
YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমার চ্যানেলটিকে
Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। যদি SUBSCRIBE করতে সমস্যা হয় তাহলে সরাসরি
YouTube এ প্রবেশ করে Advocate Almonsur লিখে সার্চ দিয়ে আমার চ্যানেলটিকে খুঁজে বের করে
Subscribe করতে পারেন। ধন্যবাদ...