The Code of Civil Procedure, 1908 । Section 42. Powers of Court in executing transferred decree
ধারার ইংরেজী ভার্সনঃ
Section 42. Powers of Court in executing transferred decree:
(1) The Court executing a decree sent to it shall have the same powers in executing such decree as if it had been passed by itself. All persons disobeying or obstructing the execution of the decree shall be punishable by such Court in the same manner as if it had passed the decree. And its order in executing such decree shall be subject to the same rules in respect of appeal as if the decree had been passed by itself.
(2) Without prejudice to the generality of the foregoing provision, the Court executing a decree sent to it shall have the following powers, namely-
(a) power under section 39 to transfer the decree to another Court, if necessary;
(b) power under sub-section (1) of section 50 to permit execution to proceed against the legal representatives of a deceased judgement-debtor;
(c) power under section 152 to correct clerical or arithmetical errors;
(d) power under rule 16 of Order XXI to recognise the assignment of a decree;
(e) power under sub-rule (2) of rule 50 of Order XXI to grant leave to a decree-holder to proceed against a person not already recognised as a partner in a firm in an execution proceeding against the firm;
(f) power under clause (b) of sub-rule (1) of rule 53 of Order XXI to give notice of attachment of decree passed by another Court.
ধারার বাংলা ভার্সনঃ
ধারা ৪২। স্থানান্তরিত ডিক্রি জারিকারক আদালতের ক্ষমতাঃ
(১) প্রেরিত ডিক্রি নির্বাহী আদালত, যার দ্বারা প্রদত্ত হয়েছিল গণ্যে উক্তরূপ ডিক্রি জারিতে একই ক্ষমতা থাকবে। উক্তরূপ আদালত, যার দ্বারা ডিক্রি প্রদত্ত হয়েছিল গণ্যে ডিক্রি জারি অমান্যকারী বা বাধা দানকারী ব্যক্তিদেরকে সাজা প্রদান করবেন, ও আপিলের ব্যাপারে তৎকর্তৃক ডিক্রি প্রদত্ত হয়েছিল গণ্যে উক্তরূপ ডিক্রি জারিতে এর আদেশ একই বিধান সাপেক্ষ হবে।
(২) পূর্বোক্ত বিধানাবলীর অর্থকে ক্ষুন্ন না করে প্রেরিত ডিক্রি জারিকারক আদালতে নিম্নবর্ণিত ক্ষমতাসমূহ থাকবে, যথাঃ
(এ) প্রয়োজন মোতাবেক ৩০ ধারার অধীন অন্য আদালতে ডিক্রি স্থানান্তর করার ক্ষমতা;
(বি) ৫০ ধারার (১) উপ-ধারার অধীনে মৃত সাব্যস্ত দেনাদারের বৈধ প্রতিনিধিগণের বিরুদ্ধে জারি কার্যক্রম গ্রহণের অনুমতি প্রদানের ক্ষমতা;
(সি) ১৫২ ধারার অধীনে করণিক বা গাণিতিক ভুল সংশোধন করার ক্ষমতা;
(ডি) ২১ আদেশের ১০ নিয়মের অধীনে কোন ডিক্রি হস্তান্তরকরণকে স্বীকৃতিদানের ক্ষমতা;
(ই) ফার্মের বিরুদ্ধে জারি কার্যক্রমের ফার্মের পার্টনাররূপে ইতিপূর্বে অস্বীকৃত কোন লোকের বিরুদ্ধে ২১ আদেশের ৫০ নিয়মের (২) উপ-নিয়ম মোতাবেক ডিক্রিদারকে কার্যক্রম গ্রহণ করতে অনুমতি মঞ্জুরের ক্ষমতা;
(এফ) ২১ আদেশের ৫৩ নিয়মের ১ উপ-নিয়মে (বি) দফার অধীনে অন্য আদালত প্রদত্ত ডিক্রি ক্রোকের নোটিশ প্রদানের ক্ষমতা।