The Code of Civil Procedure, 1908 । Section 50. Legal representative
ধারার ইংরেজী ভার্সনঃ
Section 50. Legal representative:
(1) Where a judgement-debtor dies before the decree has been fully satisfied, the holder of the decree may apply to the Court which passed it to execute the same against the legal representative of the deceased.
(2) Where the decree is executed against such legal representative, he shall be liable only to the extent of the property of the deceased which has come to his hands and has not been duly disposed of; and, for the purpose of ascertaining such liability, the Court executing the decree may, of its own motion or on the application of the decree-holder, compel such legal representative to produce such accounts as it thinks fit.
ধারার বাংলা ভার্সনঃ
ধারা ৫০। বৈধ প্রতিনিধিঃ
(১) ডিক্রি সম্পূর্ণরূপে পরিশোধ হওয়ার পূর্বে সাব্যস্ত দেনাদারের মৃত্যু হলে ডিক্রিদার মৃত লোকের বৈধ প্রতিনিধিদের বিরুদ্ধে ডিক্রি জারির জন্য ডিক্রিদানকারী আদালতে আবেদন করতে পারবে।
(২) যখন এইরূপ বৈধ প্রতিনিধির উপর ডিক্রি জারি হয় তখন মৃত লোকের সম্পত্তির যে অংশ তিনি প্রাপ্ত হয়েছেন এবং যা যথা নিয়মে বিলিবন্টন করে তদানুপাতে ঐ বৈধ প্রতিনিধি দায়ী থাকবেন; এবং উক্তরূপ দায় নির্ধারণের উদ্দেশ্যে ডিক্রিজারিকারী আদালত স্বতঃপ্রবৃত্ত হয়ে কিংবা ডিক্রিদারের আবেদনক্রমে উক্ত বৈধ প্রতিনিধিকে আদালত উপযুক্ত মনে করে উক্তরূপ হিসেব দাখিলে বাধ্য করতে পারে।