The Code of Civil Procedure, 1908 । Section 61. Partial exemption of agricultural produce
ধারার ইংরেজী ভার্সনঃ
Section 61. Partial exemption of agricultural produce:
The Government may, by general or special order published in the official Gazette, declare that such portion of agricultural produce, or of any class of agricultural produce, as may appear to the Government to be necessary for the purpose of providing until the next harvest for the due cultivation of the land and for the support of the judgement-debtor and his family, shall, in the case of all agriculturists or of any class of agriculturists, be exempted from liability to attachment or sale in execution of a decree.
ধারার বাংলা ভার্সনঃ
ধারা ৬১। কৃষিজ উৎপাদিত দ্রব্যের আংশিক অব্যাহতিঃ
সরকার সরকারি গেজেটে একটি সাধারণ বা বিশেষ আদেশ প্রকাশিত করে ঘোষণা করতে পারে যে, কৃষিজাত দ্রব্যের যে অংশ বা কোন শ্রেণীর কৃষিজাত দ্রব্য সাব্যস্ত দেনাদার চাষী বা যে কোন কৃষিজীবী হলে চাষের দ্বারা উৎপাদিত আগামী ফসল না উঠা পর্যন্ত উক্ত দেনাদার ও তার পরিবারের খোরাকী বাবদ প্রয়োজন হবে, তা ডিক্রি জারির জন্য ক্রোক ও নিলাম বিক্রয় হতে মুক্ত থাকবে।