Thursday , January 2 2025

The Code of Civil Procedure, 1908 । Section 62. Seizure of property in dwelling-house

***2286-Hader

The Code of Civil Procedure, 1908
(ACT NO. V OF 1908)
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)


ধারার ইংরেজী ভার্সনঃ

Section 62. Seizure of property in dwelling-house:
(1) No person executing any process under this Code directing or authorising seizure of movable property shall enter any dwelling-house after sunset and before sunrise.
(2) No outer door of a dwelling-house shall be broken open unless such dwelling-house is in the occupancy of the judgement-debtor and he refuses or in any way prevents access thereto, but when the person executing any such process has duly gained access to any dwelling-house, he may break open the door of any room in which he has reason to believe any such property to be.
(3) Where a room in a dwelling-house is in the actual occupancy of a woman who, according to the customs of the country, does not appear in public, the person executing the process shall give notice to such woman that she is at liberty to withdraw; and, after allowing reasonable time for her to withdraw and giving her reasonable facility for withdrawing, he may enter such room for the purpose of seizing the property, using at the same time every precaution, consistent with these provisions, to prevent its clandestine removal.

ধারার বাংলা ভার্সনঃ

ধারা ৬২। বাসগৃহের সম্পত্তি আটকঃ
(১) অত্র আইন অনুসারে, প্রদত্ত কোন আদেশনামা জারিকারক, কোন লোকের অস্থাবর সম্পত্তি আটক করতে আদিষ্ট হয়ে থাকলে সুর্যাস্তের পর ও সুর্যোদয়ের পূর্বে কোন বাসগৃহে প্রবেশ করবেন না।
(২) কোন বাসগৃহ সাব্যস্ত দেনাদারের দখলে না থাকলে এবং সে সেখানে প্রবেশ করতে দিতে অস্বীকার বা বাধা প্রদান না করলে উক্ত বাসগৃহের বহির্দ্বার ভাংগিয়া খোলা যাবে না; কিন্তু উক্ত আদিষ্ট লোক যথারীতি কক্ষে প্রবেশ করে থাকলে যে কক্ষে অনুরূপ কোন সম্পত্তি রয়েছে বলে তাঁর বিশ্বাস হয়, সেই কক্ষের দরজা ভাংতে পারবে।
(৩) যেক্ষেত্রে বাসগৃহের কোন কক্ষে কোন মহিলা থাকেন এবং প্রচলিত দেশাচার অনুসারে তিনি সর্বসমক্ষে বের হন না, সেক্ষেত্রে উক্ত প্রসেস জারিকারী লোক মহিলাকে কক্ষটি হতে সরে যাওয়ার জন্য নোটিশ দিবে; এবং মহিলার সরিয়া যাওয়ার জন্য উপযুক্ত সময় ও সুযোগ প্রদানের পর উক্ত সম্পত্তি আটকের জন্য আদিষ্ট লোক সেই কক্ষে অনুপ্রবেশ করতে পারবেন, তবে সেই সাথে তাঁকে এমন সতর্কতা মেনে চলতে হবে যাতে উক্ত সম্পত্তি গোপনে অপসারিত না হয়।

OK-2505@Youtube Subscribe

বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...

***2506-Registration Contact