The Code of Civil Procedure, 1908 । Section 7. Small Cause Courts
ধারার ইংরেজী ভার্সনঃ
Section 7. Small Cause Courts:
The following provisions shall not extend to Courts constituted under the Small Cause Courts Act, 1887, or to Courts exercising the jurisdiction of a Court of Small Causes under the said Act, that is to say-
(a) so much of the body of the Code as relates to-
(i) suits excepted from the cognizance of a Court of Small Causes;
(ii) the execution of decrees in such suits;
(iii) the execution of decrees against immovable property; and
(b) the following sections, that is to say-
section 9, sections 91 and 92, sections 94 and 95 so far as they authorise or relate to-
(i) orders for the attachment of immovable property,
(ii) injunctions,
(iii) the appointment of a receiver of immovable property, or
(iv) the interlocutory orders referred to in clause (e) of section 94; and sections 96 to 112 and 115.
ধারার বাংলা ভার্সনঃ
ধারা ৭। স্বল্প এখতিয়ার আদালতসমূহঃ
নিম্নোক্ত বিধানসমূহ ১৮৮৭ সনের স্বল্প এখতিয়ার আদালত আইন অনুযায়ী গঠিত, কিংবা উক্ত আইনের অধীনে স্বল্প এখতিয়ার আদালতের এখতিয়ার প্রয়োগকারী অন্যান্য আদালতের ক্ষেত্রে নিম্নলিখিত বিধানগুলো প্রযোজ্য হবে না, যথাঃ
(এ) এই আইনের যে সকল অংশ নিম্নলিখিত বিষয় সম্পর্কিত-
(i) ক্ষুদ্র বিষয়ক বিচার আদালতে বিচার এখতিয়ার বহির্ভূত মোকদ্দমা;
(ii) এইরূপ মোকদ্দমার ডিক্রি জারি;
(iii) স্থাবর সম্পত্তির ডিক্রি জারি; এবং
(বি) নিম্নলিখিত ধারাসমূহ, যথাঃ
৯ ধারা, ৯১ ধারা এবং ৯২ ধারা, ৯৪ ধারা এবং ৯৫ ধারা যতদূর সম্ভব নিম্নোক্ত বিষয়ে ক্ষমতা প্রদান করে বা সম্পর্কিত হয়-
(i) স্থাবর সম্পত্তি ক্রোক করার আদেশ,
(ii) নিষেধাজ্ঞা,
(iii) স্থাবর সম্পত্তির তত্ত্বাবধায়ক নিযুক্তি, কিংবা
(iv) ৯৪ ধারার (ই) দফায় উল্লেখিত অর্ন্তবতীকালীন আদেশসমূহ এবং ৯৬ হতে ১১২ ধারা পর্যন্ত ও ১১৫ ধারা।