Thursday , January 2 2025

The Code of Civil Procedure, 1908 । Section 72. Where Court may authorise Collector to stay public sale of land

***2286-Hader

The Code of Civil Procedure, 1908
(ACT NO. V OF 1908)
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)


ধারার ইংরেজী ভার্সনঃ

Section 72. Where Court may authorise Collector to stay public sale of land:
(1) Where in any local area in which no declaration under section 68 is in force the property attached consists of land or of a share in land, and the Collector represents to the Court that the public sale of the land or share is objectionable and that satisfaction of the decree may be made within a reasonable period by a temporary alienation of the land or share, the Court may authorise the Collector to provide for such satisfaction in the manner recommended by him instead of proceeding to a sale of the land or share.
(2) In every such case the provisions of sections 69 to 71 and of any rules made in pursuance thereof shall apply so far as they are applicable.

ধারার বাংলা ভার্সনঃ

ধারা ৭২। যেক্ষেত্রে আদালত কালেক্টরকে জমি নিলামে বিক্রয় স্থগিত রাখার ক্ষমতা দিতে পারবেঃ
(১) যেক্ষেত্রে কোন স্থানীয় এলাকায় ৬৮ ধারার অধীনে কোন ঘোষণা বলবৎ না থাকে, সেই স্থানীয় এলাকায় ক্রোকাবদ্ধ সম্পত্তি ভূ-সম্পত্তি কিংবা এটার অংশ হয় এবং ভূমি বা অংশের নিলাম বিক্রয় আপত্তিজনক হয় এবং ভূ-সম্পত্তি বা এটার অংশের অস্থায়ী হস্তান্তর দ্বারা যুক্তিসংগত মেয়াদের মধ্যে ডিক্রি মিটানো যেতে পারে বলে আদালত উক্ত ভূ-সম্পত্তি বা এটার অংশ বিক্রয় না করে তৎকর্তৃক সুপারিশমত পন্থায় অনুরূপ ডিক্রি মিটাবার জন্য কালেক্টরকে ক্ষমতা অর্পণ করতে পারে।
(২) অনুরূপ প্রত্যেক ক্ষেত্রে ৬৯ থেকে ৭১ ধারার এবং তার অনুসারে প্রণীত বিধিসমূহ যথাসম্ভব প্রযোজ্য হবে।

OK-2505@Youtube Subscribe

বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...

***2506-Registration Contact