Thursday , January 2 2025

The Code of Civil Procedure, 1908 । Section 86A. Suits against diplomatic agents

***2286-Hader

The Code of Civil Procedure, 1908
(ACT NO. V OF 1908)
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)


ধারার ইংরেজী ভার্সনঃ

Section 86A. Suits against diplomatic agents:
(1) No proceeding in any Court shall lie against a diplomatic agent except in a case relating to-
(a) any private immovable property situated in Bangladesh held by him in his private capacity and not on behalf of the sending State for the purpose of the mission;
(b) a succession in which the diplomatic agent is involved as executor, administrator, heir or legatee as a private person and not on behalf of the sending State;
(c) any professional or commercial activity exercised by the diplomatic agent in Bangladesh outside his official functions.
(2) No measures of execution shall be taken in respect of a diplomatic agent except in cases which come under clauses (a), (b) and (c) of sub-section (1) and in which such measures can be taken without infringing the inviolability of his person or of his residence.
(3) The initiation of any proceedings in a Court by a diplomatic agent shall preclude him from invoking immunity from jurisdiction under this section in respect of any counter-claim directly connected with the principal claim.
(4) The immunity of a diplomatic agent under sub-section (1) or sub-section (2) may be waived by the sending State; and any such waiver shall be express.
(5) Waiver of immunity in respect of any proceedings shall not be held to imply waiver of immunity in respect of any measure of execution for which a separate waiver shall be necessary.
(6) In this section, ‘diplomatic agent’ in relation to a State means the head of the mission in Bangladesh of that State and includes a member of the staff of that mission having diplomatic rank.

ধারার বাংলা ভার্সনঃ

ধারা ৮৬এ। কুটনৈতিক প্রতিনিধির বিরুদ্ধে মোকদ্দমাঃ
(১) নিম্নবর্ণিত বিষয় সম্পর্কিত না হলে কোন কুটনৈতিক প্রতিনিধির বিরুদ্ধে কোন প্রকার জারি কার্যক্রম গ্রহণ করা যাবে না-
(এ) ব্যক্তিগত সামর্থে বাংলাদেশে অবস্থিত দখলকৃত কোন এবং মিশনের উদ্দেশ্যে প্রেরণকারী রাষ্ট্রের পক্ষে দখলকৃত নয়, এরূপ কোন ব্যক্তিগত সম্পত্তি;
(বি) প্রেরণকারী রাষ্ট্রের পক্ষে নয়; কিন্তু ব্যক্তিগতভাবে উত্তরাধিকারী নিবন্ধক, অছি, উত্তরাধিকারী বা উইল গ্রহীতা হিসেবে কুটনৈতিক প্রতিনিধি যে উত্তরাধিকারে জড়িত সে উত্তরাধিকার;
(সি) কোন সরকারি কার্যাবলীর বাইরে বাংলাদেশে কুটনৈতিক প্রতিনিধি কর্তৃক প্রয়োগকৃত কোন পেশা বা কমার্শিয়াল তৎপরতা সম্পর্কিত বিষয় ব্যতীত;
(২) (১) উপ-ধারায় (এ), (বি) ও (সি) দফায় বর্ণিত বিষয়সমূহ ছাড়া এবং যে সকল ক্ষেত্রে তার ব্যক্তিত্ব বা বাসস্থানের নিরাপত্তা ব্যতীত জারিকার্য গ্রহণ করা যেতে পারে, তদ্রূপ ক্ষেত্র ব্যতীত কোন কুটনৈতিক প্রতিনিধি সম্পর্কে কোনরূপ ডিক্রি জারির পদক্ষেপ গ্রহণ করা যাবে না।
(৩) কোন আদালতে কুটনৈতিক প্রতিনিধি কোন কার্যপদ্ধতি আরম্ভ করলে এবং তার দাবীর সাথে সম্পর্কিত যে কোন বিপরীত দাবীর ক্ষেত্রে তিনি আদালতের এখতিয়ার হতে নিজেকে বাদ দিতে পারবে না।
(৪) (১) বা (২) নং উপ-ধারার আওতাধীনে কুটনৈতিক প্রতিনিধির বিমুক্তি প্রেরক রাষ্ট্র কর্তৃক পরিত্যাগ করা যেতে পারে; এবং এরূপ পরিত্যাগ প্রকাশ্য হতে হবে।
(৫) কোন মোকদ্দমা সম্পর্কে অব্যাহতির দাবি পরিত্যাগ কোন জারির ব্যবস্থা সম্পর্কে অব্যাহতির দাবি পরিত্যাগ বুঝাবে না, যার সম্পর্কে আলাদাভাবে দাবি ত্যাগ প্রয়োজন হবে।
(৬) অত্র ধারায় কোন রাষ্ট্রের সম্পর্কে “কুটনৈতিক প্রতিনিধি” বলতে বাংলাদেশস্থ সংশ্লিষ্ট মিশন এর কোন প্রধানকে বুঝায় এবং ঐ মিশনের কুটনৈতিক মর্যাদা সম্পন্ন যে কোন সদস্যকেও আওতাভুক্ত করবে।

OK-2505@Youtube Subscribe

বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...

***2506-Registration Contact