The Code of Civil Procedure, 1908 । Section 89C. Mediation in Appeal
ধারার ইংরেজী ভার্সনঃ
Section 89C. Mediation in Appeal:
(1) An Appellate Court shall mediate in an appeal or refer the appeal for mediation in order to settle the dispute or disputes in that appeal, if the appeal is an appeal from original decree under Order XLI, and is between the same parties who contested in the original suit or the parties who have been substituted for the original contesting parties.
(2) In mediation under sub-section (1), the provisions of section 89A shall be followed with necessary changes (mutatis mutandis) as may be expedient.
ধারার বাংলা ভার্সনঃ
ধারা ৮৯সি। আপিলে মধ্যস্থতাঃ
(১) আপিল আদালত আপিলে মধ্যস্থতা করতে পারে বা কোন আপিলের তর্কিত বিষয় বা বিষয়সমূহের নিষ্পত্তির উদ্দেশ্যে আপিলটিকে মধ্যস্থতার জন্য প্রেরণ করতে পারেন, যদি আপিলটি আদেশ একচল্লিশ এর অধীন এবং আদি মোকদ্দমায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন এমন পক্ষসমূহের মধ্যে কিংবা এরূপ আদি প্রতিদ্বন্দ্বিতাকারী পক্ষগণের স্থলাভিষিক্ত কোন পক্ষের মধ্যকার আদি আপিল হয়ে থাকে।
(২) উপ-ধারা (১) এর অধীন মধ্যস্থতাকরণের ক্ষেত্রে আপিল আদালত প্রয়োজনীয় মনে করলে যতদূর সম্ভব ৮৯এ ধারার বিধানসমূহকে প্রয়োজনীয় পরিবর্তন সাপেক্ষে অনুসরণ করবে।