Thursday , January 2 2025

The Code of Civil Procedure, 1908 । Section 92. Public charities

***2286-Hader

The Code of Civil Procedure, 1908
(ACT NO. V OF 1908)
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)


ধারার ইংরেজী ভার্সনঃ

Section 92. Public charities:
(1) In the case of any alleged breach of any express or constructive trust created for public purposes of a charitable or religious nature, or where the direction of the Court is deemed necessary for the administration of any such trust, the Attorney General, or two or more persons having an interest in the trust and having obtained the consent in writing of the Attorney General, may institute a suit, whether contentious or not, in the principal Civil Court of original jurisdiction or in any other Court empowered in that behalf by the Government within the local limits of whose jurisdiction the whole or any part of the subject-matter of the trust is situate, to obtain a decree-
(a) removing any trustee;
(b) appointing a new trustee;
(c) vesting any property in a trustee;
(d) directing accounts and inquiries;
(e) declaring what proportion of the trust-property or of the interest therein shall be allocated to any particular object of the trust;
(f) authorising the whole or any part of the trust property to be let, sold, mortgaged or exchanged;
(g) setting a scheme; or
(h) granting such further or other relief as the nature of the case may require.
(2) Save as provided by the Religious Endowments Act, 1863 (XX of 1863), no suit claiming any of the reliefs specified in sub-section (1) shall be instituted in respect of any such trust as is therein referred to except in conformity with the provisions of that sub-section.

ধারার বাংলা ভার্সনঃ

ধারা ৯২। জনসাধারণের দাতব্য প্রতিষ্ঠানঃ
(১) সর্বসাধারণের উদ্দেশ্যে প্রস্তুতকৃত দাতব্য কিংবা ধর্মীয় প্রকৃতির প্রকাশ বা নিহিত ট্রাষ্টের অভিযোগে আনয়নকৃত কোন ধরনের সংঘটনের ক্ষেত্রে বা যখন ট্রাষ্টের প্রশাসনের জন্য আদালতের নির্দেশনার প্রয়োজন অনুভব হয়, তখন এটর্নী জেনারেল বা ট্রাষ্টের স্বার্থ সম্পর্কিত দুই বা তার অধিক লোক এটর্নী জেনারেল লিখিতভাবে অনুমোদিত হয়ে মূল এখতিয়ারসম্পন্ন প্রধান সিভিল কোর্টে বা যে এখতিয়ারের স্থানীয় সীমারেখায় ট্রাষ্টের বিষয়ের সামগ্রিক বা কোন অংশে অবস্থিত উক্ত স্থানীয় সীমারেখায় এই উদ্দেশ্যে সরকার কর্তৃক ক্ষমতায় আসীন হয়ে অপর কোনরূপ আদালতে-
(এ) কোন অছিকে অপসারণ করার;
(বি) নুতন অছি নিয়োগ করার;
(সি) অছির অনুকূলে কোন সম্পত্তি অর্পণ করার;
(ডি) হিসাব দাখিল এবং অনুসন্ধানের নির্দেশ প্রদান;
(ই) ট্রাষ্টভুক্ত সম্পত্তির কি পরিমাণ অংশ বা তাতে অবস্থিত স্বার্থ ট্রাষ্টের কোন বিশেষ উদ্দেশ্যে বন্টন করা হবে সেই সম্পর্কে ঘোষণা করার;
(এফ) ট্রাষ্টভুক্ত সম্পত্তির সামগ্রিক বা কোন আংশিকভাবে ভাড়া প্রদান, বিক্রয় করা, বন্ধক দেওয়া বা বিনিময় করতে ক্ষমতা প্রদান করার;
(জি) কোন পরিকল্পনার কার্য সম্পাদন করার; বা
(এইচ) মোকদ্দমার ধরণ অনুপাতে প্রয়োজনীয় অনুরূপ আরো বা অন্য প্রতিকার মঞ্জুর করার জন্য ডিক্রি লাভ করতে প্রতিদ্বন্দ্বিতা অথবা অ-প্রতিদ্বন্দ্বিতামূলক মোকদ্দমা দায়ের করতে পারে।
(২) ধর্মীয় দান আইন, ১৮৬৩ (১৮৬৩ সনের ২০নং আইন) এর বিধান ব্যতীত উক্তরূপ আইনে উল্লেখিত ট্রাষ্ট সম্পর্কে (১) উপ-ধারায় বর্ণিত প্রতিকারসমূহ দাবী করে উক্ত উপ-ধারার বিধানের সাথে মিল ব্যতীত কোনরূপ মোকদ্দমা দায়ের করা যাবে না।

OK-2505@Youtube Subscribe

বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...

***2506-Registration Contact