সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭
(১৮৭৭ সালের ১নং আইন)
দায়িত্ব অব্যাহতি (Disclaimer): এটি শুধুমাত্র শিক্ষামূলক ও প্রশিক্ষণমূলক উদ্দেশ্যে প্রস্তুত করা হয়েছে। এখানে প্রদত্ত সকল তথ্য, দৃষ্টান্ত ও উপাত্ত বিজ্ঞ আইনজীবীদের পেশাগত পরামর্শের বিকল্প নয়। নির্দিষ্ট কোন আইনি বিষয়ের জন্য সঠিক পরামর্শ নিতে অভিজ্ঞ ও তালিকাভুক্ত আইনজীবীর পরামর্শ গ্রহণ করার অনুরোধ রইল।
An Act to define and amend the law relating to certain kinds of Specific Relief.
কিছু সুনির্দিষ্ট প্রতিকার-সংক্রান্ত আইনের সংজ্ঞা নির্ধারণ ও সংশোধনের জন্য প্রণীত আইন।
WHEREAS it is expedient to define and amend the law relating to certain kinds of specific relief obtainable in civil suits; It is hereby enacted as follows:
যেহেতু দেওয়ানি মোকদ্দমায় অর্জনযোগ্য কিছু সুনির্দিষ্ট প্রতিকার সংক্রান্ত আইনের সংজ্ঞা নির্ধারণ এবং সংশোধন করা দরকার ও জরুরি; সেইহেতু এর মাধ্যমে নিম্নরূপ আইন প্রণয়ন করা হলোঃ