তামাদি আইন, ১৯০৮
-
Section 10. Suits against express trustees and their representatives | প্রকাশ্য ট্রাস্টি এবং তাহাদের প্রতিনিধিদের বিরুদ্ধে মোকদ্দমা
-
Section 9. Continuous running of time | সময়ের অবিরাম চলন
-
Section 8. Special exceptions | বিশেষ ব্যতিক্রম
প্রশ্ন: তামাদি আইন, ১৯০৮ কী?
উত্তর: তামাদি আইন ১৯০৮ হলো দেওয়ানি মামলা, আপিল ও নির্দিষ্ট দরখাস্তের জন্য সময়সীমা নির্ধারণ করে এমন আইন। এটি ১ জানুয়ারি ১৯০৯ থেকে কার্যকর হয়েছে।
প্রশ্ন: তামাদি সময়সীমা গণনা কখন শুরু হয়?
উত্তর: তামাদি সময়সীমা সাধারণত সেই তারিখ থেকে গণনা শুরু হয়, যখন মোকদ্দমা দায়েরের কারণ বা Cause of Action উদ্ভূত হয়।
প্রশ্ন: ভুল আদালতে মামলা দায়ের করলে সেই সময় কি বাদ দেওয়া হয়?
উত্তর: হ্যাঁ, যদি বাদী সরল বিশ্বাসে এবং যথোচিত অধ্যবসায় সহকারে ভুল আদালতে মামলা চালায় (যে আদালতের ক্ষেত্রাধিকারগত ত্রুটি ছিল), তবে সেই সময়কাল তামাদি গণনায় পরিবর্জিত বা বাদ দেওয়া হয়।
সাম্প্রতিক প্রকাশিত লেকচারসমূহ
বাংলাদেশের আইনসমগ্র
-
The Bangladesh Legal Practitioner’s and Bar Council Order, 1972 | বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল আদেশ, ১৯৭২
-
The Limitation Act, 1908 | তামাদি আইন, ১৯০৮
-
The Code of Civil Procedure, 1908 | দেওয়ানি কার্যবিধি, ১৯০৮
Legal Study A True Art of Learning
