Friday , April 26 2024

দেওয়ানী কার্যবিধির ধারা-১২৩ (আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার প্রন্তুতি)

***2544-Header login & logout

আপনি আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার প্রস্তুতিমূলক কোর্স এর “ফ্রি ভার্সন” ব্যবহার করেছেন। “প্রিমিয়াম ভার্সন” ব্যবহার করতে চাইলে 01312-256369 (Advocate Rabbani) অথবা 01703-924452 (Advocate Monsur) নাম্বারে কল দিয়ে কোর্সের নির্ধারিত ফি পরিশোধ করে আই.ডি ও পাসওয়ার্ড সংগ্রহ করে নিন। ধন্যবাদ...

OK-10-দেওয়ানী কার্যবিধির সূচীপত্র

আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষা
এম.সি.কিউ পরীক্ষার প্রস্তুতি
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮

***3899-Header-CPC-BBC Exam

দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)

190-ধারা-123

ধারা ১২৩। বিধি কমিটি গঠন

১) ১২২ ধারায় উল্লেখিত উদ্দেশ্যে বিধি কমিটি নামে একটি কমিটি গঠিত হবে।

২) এরূপ কমিটি নিম্নোক্ত লোক সমন্বয়ে গঠিত হবে, যথা-

ক) সুপ্রীম কোর্টের তিন জন বিচারক, যাঁহাদের মধ্যে একজন অন্তত জেলা জজ হিসাবে তিন বৎসর চাকুরী করেছেন;

খ) ঐ আদালতে আইন ব্যবসা করছে এরূপ দুইজন উকিল; এবং

গ) হাইকোর্ট বিভাগের অধীনস্থ দেওয়ানী আদালতের একজন বিচারক।

৩) এইরূপ কমিটির সদস্যগণ প্রধান বিচারপতি কর্তৃক নিযুক্ত হবেন; তিনি তাঁদের একজনকে প্রেসিডেন্ট মনোনীত করবেনঃ

তবে শর্ত থাকে যে, প্রধান বিচারপতি যদি নিজকে উক্ত কমিটির সদস্য হিসেবে নির্বাচন করেন, তবে অন্যান্য নিয়োগকৃত বিচারকের সংখ্যা হবে দুই এবং প্রধান বিচারপতি কমিটির প্রেসিডেন্ট থাকবে।

৪) অনুরূপ কমিটির প্রত্যেক সদস্য প্রধান বিচারপতি কর্তৃক এতদুদ্দেশ্যে নির্ধারণকৃত মেয়াদকালীন সময়ের জন্য দপ্তরে উপবিষ্ট থাকবে এবং যখনই কোন সদস্য অবসর গ্রহণ করেন, পদত্যাগ করেন, মৃত্যুবরণ করেন, বা কমিটির সদস্য হিসেবে কর্ম করতে অপারগ হন উক্ত প্রধান বিচারপতি তার পরিবর্তে অন্য একজন সদস্যকে নিয়োগদান করতে পারে।

৫) অনুরূপ কমিটির একজন সচিব থাকবে যে লোক প্রধান বিচারপতি কর্তৃক নিয়োগকৃত হবে এবং সরকার কর্তৃক এতদুদ্দেশ্যে পারিশ্রমিক গ্রহণ করবে।

বিশ্লেষণাত্মক আলোচনাঃ

This content is locked

ONLY FOR PREMIUM MEMBERS

OK-2505@Youtube Subscribe

বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...