সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭
-
Section 8. Recovery of specific immoveable property | সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার
-
Section 7. Relief not granted to enforce penal law | দণ্ড আইন প্রয়োগের উদ্দেশ্যে প্রতিকার মঞ্জুর করা হয় না
-
Section 6. Preventive relief | প্রতিরোধমূলক প্রতিকার
প্রশ্ন: সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ কি?
উত্তর: সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ হল বাংলাদেশের দেওয়ানি আইনের একটি গুরুত্বপূর্ণ আইন (Act No. I of 1877)। এটির আনুষ্ঠানিক নাম “The Specific Relief Act, 1877”। এই আইনটি পুরো বাংলাদেশব্যাপী প্রযোজ্য এবং ১৮৭৭ সালের ১লা মে থেকে কার্যকর হয়েছে।
প্রশ্ন: সুনির্দিষ্ট প্রতিকার বলতে কী বোঝায়?
উত্তর: সুনির্দিষ্ট প্রতিকার (Specific Relief) বলতে এমন একটি আইনগত প্রতিকারকে বোঝায়, যেখানে আদালত শুধুমাত্র ক্ষতিপূরণের বদলে বাধ্যতামূলক কোনও আদেশ বা ডিক্রি দিয়ে থাকে। উদাহরণস্বরূপ, আদালত চুক্তি অনুযায়ী কাজ সম্পাদনের আদেশ দিতে পারে অথবা বেআইনি দখলকৃত সম্পত্তি পরিপূর্ণভাবে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিতে পারে। সাধারণত অর্থনৈতিক ক্ষতিপূরণ যথেষ্ট না হলে এই প্রতিকার দেওয়া হয়।
প্রশ্ন: এই আইনের প্রধান উদ্দেশ্য কী?
উত্তর: আইনটির মূল উদ্দেশ্য হলো চুক্তি লঙ্ঘন বা বেআইনি দখলের মতো ক্ষেত্রে ক্ষতিপূরণের পরিবর্তে আদালত কর্তৃক সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা। অর্থাৎ, ক্ষতিপূরণ দিয়ে যে ন্যায়বিচার প্রতিষ্ঠা পাবে না, সেখানে আদালত নির্দিষ্ট আদেশের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করবে।
প্রশ্ন: কোন পরিস্থিতিতে এই আইন প্রযোজ্য?
উত্তর: সাধারণত চুক্তি লঙ্ঘন বা অধিকার লঙ্ঘনের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য।
সাম্প্রতিক প্রকাশিত ভিডিওসমূহ
বাংলাদেশের আইনসমগ্র
-
The Bangladesh Legal Practitioner’s and Bar Council Order, 1972 | বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল আদেশ, ১৯৭২
-
The Limitation Act, 1908 | তামাদি আইন, ১৯০৮
-
The Code of Civil Procedure, 1908 | দেওয়ানি কার্যবিধি, ১৯০৮
Legal Study A True Art of Learning
