Sunday , August 31 2025

The Specific Relief Act, 1877

সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭

(১৮৭৭ সালের ১নং আইন)

দায়িত্ব অব্যাহতি (Disclaimer): এটি শুধুমাত্র শিক্ষামূলক ও প্রশিক্ষণমূলক উদ্দেশ্যে প্রস্তুত করা হয়েছে। এখানে প্রদত্ত সকল তথ্য, দৃষ্টান্ত ও উপাত্ত বিজ্ঞ আইনজীবীদের পেশাগত পরামর্শের বিকল্প নয়। নির্দিষ্ট কোন আইনি বিষয়ের জন্য সঠিক পরামর্শ নিতে অভিজ্ঞ ও তালিকাভুক্ত আইনজীবীর পরামর্শ গ্রহণ করার অনুরোধ রইল।

An Act to define and amend the law relating to certain kinds of Specific Relief.

কিছু সুনির্দিষ্ট প্রতিকার-সংক্রান্ত আইনের সংজ্ঞা নির্ধারণ ও সংশোধনের জন্য প্রণীত আইন।

WHEREAS it is expedient to define and amend the law relating to certain kinds of specific relief obtainable in civil suits; It is hereby enacted as follows:

যেহেতু দেওয়ানি মোকদ্দমায় অর্জনযোগ্য কিছু সুনির্দিষ্ট প্রতিকার সংক্রান্ত আইনের সংজ্ঞা নির্ধারণ এবং সংশোধন করা দরকার ও জরুরি; সেইহেতু এর মাধ্যমে নিম্নরূপ আইন প্রণয়ন করা হলোঃ

বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতিমূলক কোর্স দেখতে এখানে ক্লিক করুন!
আয়কর ও ভ্যাট ট্রেনিং এর কোর্স দেখতে এখানে ক্লিক করুন!

লক্ষ্য করুনঃ আইনের শিক্ষার্থীরা এবং সাধারণ পাঠকরা প্রায়ই The Specific Relief Act, 1877-কে বিভিন্নভাবে যেমনঃ Specific Relief Act 1877, Specific Relief Act, SR Act, SR Act 1877 অথবা The Specific Relief Act 1877 নামে খোঁজেন। এই ভিন্ন নামগুলো সম্পর্কে ধারণা থাকলে খোঁজার সময় ভুল বোঝাবুঝি এড়ানো সম্ভব। এছাড়াও, অনেকে Laws of Bangladesh ওয়েসাইটে প্রবেশ করে এই আইনটি খোঁজ করেন।