Monday , November 24 2025
👁️ আজকের ভিউ: 4,304 | মোট ভিউ: 28,893
দেওয়ানি কার্যবিধি ১৯০৮ – Code of Civil Procedure (CPC 1908) Bangladesh

Section 2. Definitions | সংজ্ঞা

দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ এর সূচীপত্রে ফিরে যেতে এখানে ক্লিক করুন।

Section 2. Definitions:

In this Act, unless there is anything repugnant in the subject or context:

(1) “Code” includes rules;

(2) “Decree” means the formal expression of an adjudication which conclusively determines the rights of the parties in controversy in the suit and may be preliminary or final. It includes rejection of a plaint and determination of any question under section 144, but shall not include:

  • (a) any adjudication from which an appeal lies as an appeal from an order;
  • (b) any order of dismissal for default.

Explanation: A decree is preliminary when further proceedings have to be taken before the suit can be disposed of. It is final when the adjudication completely disposes of the suit. It may be partly preliminary and partly final.

(3) “Decree-holder” means any person in whose favour a decree has been passed or an order capable of execution has been made;

(4) “District” means the local limits of the jurisdiction of a principal Civil Court of original jurisdiction (called a “District Court”), and includes the local limits of the ordinary original civil jurisdiction of the High Court Division;

(5) “Foreign Court” means a Court situated beyond Bangladesh with no authority in Bangladesh and not established or continued by the Government;

(6) “Foreign judgement” means the judgement of a foreign Court;

(7) “Government Pleader” includes any officer appointed by the Government to perform functions under this Code and any pleader acting under the Government Pleader;

(8) “Judge” means the presiding officer of a Civil Court;

(9) “Judgment” means the statement given by the Judge of the grounds of a decree or order;

(10) “Judgement-debtor” means any person against whom a decree has been passed or an order capable of execution has been made;

(11) “Legal representative” means a person who represents the estate of a deceased person in law, includes any person who intermeddles with the estate, and where a party sues or is sued in a representative capacity, the person on whom the estate devolves;

(12) “Mesne profits” of property means those profits which the wrongful possessor actually received or might with diligence have received, together with interest, but not including profits from improvements made by such person;

(13) “Movable property” includes growing crops;

(14) “Order” means the formal expression of any decision of a Civil Court which is not a decree;

(15) “Pleader” means any person entitled to appear and plead for another in Court;

(16) “Prescribed” means prescribed by rules;

(17) “Public officer” means a person falling under any of the following categories:

  • (a) every Judge;
  • (b) every member of the Civil Service of the Republic;
  • (c) every commissioned or gazetted officer in the military, naval or air forces of Bangladesh while in service;
  • (d) every officer of a Court of Justice whose duty it is to investigate, report, keep documents, manage property, execute process, administer oaths, interpret, or maintain order, or any person authorised by Court to do so;
  • (e) every person who holds any office empowering him to place or keep any person in confinement;
  • (f) every Government officer whose duty is to prevent offences, inform offences, bring offenders to justice, or protect public health, safety or convenience;
  • (g) every officer responsible for managing or expending property for the Government, making contracts, executing revenue-process, or preventing law infractions regarding pecuniary interests of the Government;
  • (h) every officer in the service or pay of the Republic, or remunerated for public duty by fees or commission.

(18) “Rules” means rules and forms in the First Schedule or made under section 122 or section 125;

(19) “Share in a corporation” includes stock, debenture stock, debentures or bonds;

(20) “Signed”, save in the case of a judgement or decree, includes stamped.

ধারা ২। সংজ্ঞাঃ

এই আইনে, বিষয় বা প্রসঙ্গের মধ্যে যদি বিপরীত কিছু না থাকে, তবে—

(১) “কোড” এর অন্তর্ভুক্ত হইবে বিধিমালা;

(২) “ডিক্রি” বলিতে বিচারকের আনুষ্ঠানিক অভিব্যক্তিকে বুঝাইবে যাহা, যে আদালত ইহা প্রকাশ করে তাহার ক্ষেত্রে, মোকদ্দমার বিতর্কিত বিষয়সমূহের সকল বা যে কোনটির বিষয়ে পক্ষগণের অধিকার চূড়ান্তভাবে নির্ধারণ করে এবং ইহা প্রাথমিক অথবা চূড়ান্ত হইতে পারে। ইহার অন্তর্ভুক্ত বলিয়া গণ্য হইবে আরজি প্রত্যাখ্যান এবং ১৪৪ ধারার অন্তর্ভুক্ত কোন প্রশ্ন নির্ধারণ, কিন্তু নিম্নলিখিতগুলি ইহার অন্তর্ভুক্ত হইবে না—

  • (এ) যে কোন বিচার যাহা আদেশ হিসাবে আপিলযোগ্য, অথবা
  • (বি) ত্রুটির কারণে খারিজের কোন আদেশ।

ব্যাখ্যাঃ যখন মোকদ্দমা সম্পূর্ণরূপে নিষ্পত্তি হওয়ার পূর্বে আরও কার্যক্রম গ্রহণ করিতে হয়, তখন ডিক্রি প্রাথমিক হয়। যখন এইরূপ বিচার মোকদ্দমা সম্পূর্ণরূপে নিষ্পত্তি করে, তখন ইহা চূড়ান্ত হয়। ইহা আংশিকভাবে প্রাথমিক এবং আংশিকভাবে চূড়ান্ত হইতে পারে।

(৩) “ডিক্রিদার” বলিতে এমন কোন ব্যক্তিকে বুঝাইবে যাহার অনুকূলে ডিক্রি প্রদত্ত হইয়াছে অথবা কার্যকরযোগ্য আদেশ করা হইয়াছে;

(৪) “জেলা” বলিতে আদি এখতিয়ার সম্পন্ন প্রধান দেওয়ানি আদালতের (ইহাকে অতঃপর “জেলা আদালত” বলা হইবে) এখতিয়ারের স্থানীয় সীমা বুঝাইবে, এবং হাইকোর্ট বিভাগের সাধারণ আদি দেওয়ানি এখতিয়ারের স্থানীয় সীমাও অন্তর্ভুক্ত হইবে;

(৫) “বিদেশী আদালত” বলিতে বাংলাদেশের সীমার বাহিরে অবস্থিত এমন কোন আদালতকে বুঝাইবে যাহার বাংলাদেশে কোন কর্তৃত্ব নাই এবং যাহা সরকার কর্তৃক প্রতিষ্ঠিত বা অব্যাহত নহে;

(৬) “বিদেশী রায়” বলিতে বিদেশী আদালতের রায়কে বুঝাইবে;

(৭) “সরকারি উকিল” এর অন্তর্ভুক্ত হইবে সরকার কর্তৃক নিযুক্ত এমন কোন কর্মকর্তা যিনি এই কোড দ্বারা সরকারি উকিলের উপর সুনির্দিষ্টভাবে আরোপিত সকল বা যে কোন কার্য সম্পাদন করেন এবং সরকারি উকিলের নির্দেশনায় কার্যরত যে কোন উকিলও অন্তর্ভুক্ত হইবে;

(৮) “বিচারক” বলিতে দেওয়ানি আদালতের প্রিজাইডিং কর্মকর্তাকে বুঝাইবে;

(৯) “রায়” বলিতে ডিক্রি বা আদেশের ভিত্তি হিসাবে বিচারক কর্তৃক প্রদত্ত বিবৃতিকে বুঝাইবে;

(১০) “সাব্যস্ত দেনাদার” বলিতে এমন কোন ব্যক্তিকে বুঝাইবে যাহার বিরুদ্ধে ডিক্রি প্রদত্ত হইয়াছে অথবা কার্যকরযোগ্য আদেশ করা হইয়াছে;

(১১) “আইনগত প্রতিনিধি” বলিতে এমন কোন ব্যক্তিকে বুঝাইবে যিনি আইনত একজন মৃত ব্যক্তির সম্পত্তির প্রতিনিধিত্ব করেন, এবং মৃত ব্যক্তির সম্পত্তিতে অপ্রত্যাশিতভাবে হস্তক্ষেপকারী যে কোন ব্যক্তিকে অন্তর্ভুক্ত করিবে এবং যেখানে কোন পক্ষ প্রতিনিধিত্বমূলক ক্ষমতায় মোকদ্দমা করে বা যাহার বিরুদ্ধে মোকদ্দমা করা হয়, সেই পক্ষের মৃত্যুর পর সম্পত্তি যাহার উপর বর্তায় সেই ব্যক্তিও অন্তর্ভুক্ত হইবে;

(১২) সম্পত্তির “অন্তর্বর্তীকালীন মুনাফা” বলিতে সেই সকল মুনাফাকে বুঝাইবে যাহা সম্পত্তির বেআইনি দখলে থাকা ব্যক্তি প্রকৃতপক্ষে গ্রহণ করিয়াছে অথবা সাধারণ যত্ন সহকারে গ্রহণ করিতে পারিত, এইরূপ মুনাফার উপর সুদ সহ, কিন্তু বেআইনি দখলে থাকা ব্যক্তি কর্তৃক কৃত উন্নতির কারণে প্রাপ্ত মুনাফা অন্তর্ভুক্ত হইবে না;

(১৩) “অস্থাবর সম্পত্তি” এর অন্তর্ভুক্ত হইবে বাড়ন্ত ফসল;

(১৪) “আদেশ” বলিতে দেওয়ানি আদালতের যে কোন সিদ্ধান্তের আনুষ্ঠানিক অভিব্যক্তিকে বুঝাইবে যাহা ডিক্রি নহে;

(১৫) “উকিল” বলিতে আদালতে অন্যের পক্ষে উপস্থিত হইয়া সওয়াল করিতে অধিকারী যে কোন ব্যক্তিকে বুঝাইবে;

(১৬) “নির্ধারিত” বলিতে বিধিমালা দ্বারা নির্ধারিত বুঝাইবে;

(১৭) “সরকারি কর্মচারী” বলিতে নিম্নলিখিত বিবরণীর যে কোনটির অধীনে পড়া ব্যক্তিকে বুঝাইবে, যথাঃ

  • (এ) প্রত্যেক বিচারক;
  • (বি) প্রজাতন্ত্রের সিভিল সার্ভিসের প্রত্যেক সদস্য;
  • (সি) বাংলাদেশের সামরিক, নৌ অথবা বিমান বাহিনীর প্রত্যেক কমিশনপ্রাপ্ত বা গেজেটেড কর্মকর্তা প্রজাতন্ত্রের সেবায় থাকাকালীন;
  • (ডি) আদালতের প্রত্যেক কর্মকর্তা যাহার কর্তব্য, এইরূপ কর্মকর্তা হিসাবে, আইন বা তথ্যের কোন বিষয়ে তদন্ত বা রিপোর্ট করা, অথবা কোন দলিল তৈরি, প্রমাণীকরণ বা সংরক্ষণ করা, অথবা কোন সম্পত্তির দায়িত্ব গ্রহণ বা নিষ্পত্তি করা, অথবা কোন বিচারিক প্রক্রিয়া কার্যকর করা, অথবা কোন শপথ করানো, অথবা ব্যাখ্যা করা, অথবা আদালতে শৃঙ্খলা বজায় রাখা, এবং বিচার আদালত কর্তৃক বিশেষত এইরূপ কোন কর্তব্য পালনের জন্য অনুমোদিত প্রত্যেক ব্যক্তি;
  • (ই) প্রত্যেক ব্যক্তি যিনি এমন কোন পদ ধারণ করেন যাহার গুণে তিনি কোন ব্যক্তিকে আটক বা হেফাজতে রাখিতে ক্ষমতাপ্রাপ্ত;
  • (এফ) সরকারের প্রত্যেক কর্মকর্তা যাহার কর্তব্য, এইরূপ কর্মকর্তা হিসাবে, অপরাধ প্রতিরোধ করা, অপরাধের তথ্য প্রদান করা, অপরাধীদের বিচারার্থে আনা, অথবা জনস্বাস্থ্য, নিরাপত্তা বা সুবিধা রক্ষা করা;
  • (জি) প্রত্যেক কর্মকর্তা যাহার কর্তব্য, এইরূপ কর্মকর্তা হিসাবে, সরকারের পক্ষে কোন সম্পত্তি গ্রহণ, প্রাপ্তি, সংরক্ষণ বা ব্যয় করা, অথবা সরকারের পক্ষে কোন জরিপ, মূল্যায়ন বা চুক্তি করা, অথবা কোন রাজস্ব প্রক্রিয়া কার্যকর করা, অথবা সরকারের আর্থিক স্বার্থ প্রভাবিত করে এমন কোন বিষয়ে তদন্ত বা রিপোর্ট করা, অথবা সরকারের আর্থিক স্বার্থ সম্পর্কিত কোন দলিল তৈরি, প্রমাণীকরণ বা সংরক্ষণ করা, অথবা সরকারের আর্থিক স্বার্থ রক্ষার জন্য কোন আইনের লঙ্ঘন প্রতিরোধ করা; এবং
  • (এইচ) প্রজাতন্ত্রের সেবায় বা বেতনে নিয়োজিত প্রত্যেক কর্মকর্তা, অথবা কোন সরকারি কর্তব্য পালনের জন্য ফি বা কমিশন দ্বারা পারিশ্রমিক প্রাপ্ত;

(১৮) “বিধিমালা” বলিতে প্রথম তফসিলে অন্তর্ভুক্ত বিধিমালা ও ফরমসমূহ অথবা ১২২ ধারা বা ১২৫ ধারার অধীনে তৈরি বিধিমালাকে বুঝাইবে;

(১৯) “কর্পোরেশনের শেয়ার” এর অন্তর্ভুক্ত বলিয়া গণ্য হইবে স্টক, ডিবেঞ্চার স্টক, ডিবেঞ্চার বা বন্ড; এবং

(২০) “স্বাক্ষরিত”, রায় বা ডিক্রির ক্ষেত্রে ব্যতীত, স্ট্যাম্পযুক্ত অন্তর্ভুক্ত হইবে।

বিশ্লেষণাত্মক আলোচনাঃ

আইনের কোথাও অন্য কিছু না বলা থাকলে, দেওয়ানী কার্যবিধির বিভিন্ন শব্দের মানে নিচের মতো করে বোঝানো হয়েছেঃ

১। বিধি (Code): “বিধি” শব্দটি ব্যবহার করা হলে, সেখানে “নিয়ম” শব্দটিও বোঝানো হয়। মানে, যেসব নিয়ম-কানুন আদালতের কার্যক্রম পরিচালনার জন্য তৈরি, সেগুলোও “বিধি” হিসেবে ধরা হয়।

২। ডিক্রি (Decree): ডিক্রি বলতে বোঝায় আদালতের এমন একটি চূড়ান্ত সিদ্ধান্ত, যা কোনো দেওয়ানী মোকদ্দমায় পক্ষদ্বয়ের অধিকার স্থায়ীভাবে নির্ধারণ করে। এটি হয় প্রাথমিক (Preliminary), নয়তো চূড়ান্ত (Final) হতে পারে। কোনো আরজি (মোকদ্দমার দরখাস্ত) যদি বাতিল হয়, কিংবা সেকশন ১৪৪–এর মতো কিছু বিষয় আদালত নির্ধারণ করে—তাও ডিক্রির মধ্যে পড়ে। কিন্তু নিচের বিষয়গুলো ডিক্রি নয়ঃ

  • ক) যে আদেশের বিরুদ্ধে সরাসরি আপিল করা যায়;
  • খ) নিয়ম না মানার কারণে মোকদ্দমা খারিজ।

ব্যাখ্যাঃ যদি মোকদ্দমার পুরো নিষ্পত্তি তখনই না হয়, তবে ডিক্রিটিকে প্রাথমিক বলা হয়। আর যখন মোকদ্দমার পুরো বিষয় চূড়ান্তভাবে নিষ্পন্ন হয়, তখন সেটা চূড়ান্ত ডিক্রি। এমনও হতে পারে—একটি ডিক্রির কিছু অংশ প্রাথমিক, কিছু অংশ চূড়ান্ত।

৩। ডিক্রিদার (Decree-holder): যার পক্ষে আদালত ডিক্রি দেয়, তাকেই ডিক্রিদার বলে।

৪। জেলা (District): জেলা বলতে বোঝানো হয় এমন একটি এলাকা, যেখানে কোনো প্রধান দেওয়ানী আদালত তার মূল ক্ষমতা প্রয়োগ করে। এই সংজ্ঞার মধ্যে হাইকোর্টের অধীন মৌলিক দেওয়ানী এখতিয়ারের এলাকাও পড়ে।

৫। বিদেশী আদালত (Foreign Court): যে আদালত বাংলাদেশের বাইরে অবস্থিত, এবং যার কোনো ক্ষমতা বাংলাদেশে নেই, বা যেটি বাংলাদেশ সরকার প্রতিষ্ঠা বা অনুমোদন করেনি—সেটি বিদেশী আদালত।

৬। বিদেশী রায় (Foreign Judgment): বিদেশী আদালতের দেওয়া যে কোনো রায়কেই বিদেশী রায় বলা হয়।

৭। সরকারি উকিল (Government Pleader): সরকারের পক্ষ থেকে আদালতে যে উকিল নিযুক্ত থাকেন, তাকেই সরকারি উকিল বলা হয়। তার হয়ে অন্য যিনি কাজ করেন, তাকেও সরকারি উকিল হিসেবে ধরা হয়।

৮। বিচারক বা জজ (Judge): যিনি দেওয়ানী মোকদ্দমার বিচার করেন, সেই মূল কর্মকর্তাই বিচারক।

৯। রায় (Judgment): যে কারণ বা যুক্তির উপর ভিত্তি করে আদালত ডিক্রি বা আদেশ দেন, তাকেই রায় বলা হয়।

১০। সাব্যস্ত দেনাদার (Judgment-debtor): যার বিরুদ্ধে আদালত ডিক্রি দেয় বা কোনো আদেশ কার্যকর করার আদেশ দেয়, তাকে সাব্যস্ত দেনাদার বলা হয়।

১১। বৈধ প্রতিনিধি (Legal Representative): মৃত কোনো ব্যক্তির সম্পত্তি যে উত্তরাধিকার বা প্রতিনিধি দেখভাল করেন, তাকেই বৈধ প্রতিনিধি বলা হয়। এমনকি সেই ব্যক্তিও এতে পড়েন যার কাছে ঐ সম্পত্তি যায় এবং যিনি মোকদ্দমা পরিচালনা করেন বা যার বিরুদ্ধে মোকদ্দমা করা হয়।

১২। অন্তর্বর্তীকালীন মুনাফা (Mesne Profit): এটি এমন এক ধরনের মুনাফা, যা কোনো ব্যক্তি বেআইনিভাবে অন্যের সম্পত্তি ভোগ করে আয় করেছে, বা করতে পারত। এই মুনাফার সঙ্গে সুদও ধরা হয়। তবে, যদি কোনো উন্নয়ন করে আয় হয়, সেটা এই মুনাফার মধ্যে পড়ে না।

১৩। অস্থাবর সম্পত্তি (Movable Property): যেমনঃ জমিতে জন্মানো ফসল ইত্যাদি। এগুলোকে এই আইনে অস্থাবর সম্পত্তি বলা হয়।

১৪। আদেশ (Order): আদেশ হলো আদালতের দেওয়া এমন কোনো সিদ্ধান্ত, যা ডিক্রি নয় কিন্তু আদালত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন।

১৫। উকিল (Pleader): যিনি অন্য কারো পক্ষ হয়ে আদালতে হাজির হয়ে কথা বলতে ও যুক্তি তুলে ধরতে পারেন।

১৬। নির্ধারিত (Prescribed): আইনের নিয়ম অনুযায়ী যেসব কিছু নির্ধারিত হয়, সেগুলোকেই নির্ধারিত বলে।

১৭। সরকারি কর্মচারী (Public Officer): নিচের যেকোনো ব্যক্তিকে সরকারি কর্মচারী বলা হয়ঃ

  • ১) বিচারক বা জজ।
  • ২) প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।
  • ৩) সামরিক বাহিনীর গেজেটেড অফিসার।
  • ৪) আদালতের এমন কর্মচারী যিনি তদন্ত, রিপোর্ট, কাগজপত্র তৈরি, আদেশ জারি, শৃঙ্খলা বজায় রাখেন।
  • ৫) যিনি আইনের বলে কাউকে গ্রেপ্তার করতে পারেন।
  • ৬) যারা অপরাধ প্রতিরোধ, জনস্বাস্থ্য রক্ষা বা অপরাধীর বিচার নিয়ে কাজ করেন।
  • ৭) যারা সরকারের সম্পত্তি বা অর্থ ব্যবস্থাপনার দায়িত্বে থাকেন।
  • ৮) যাঁরা সরকারি কাজে নিযুক্ত এবং বেতন বা ফি পান।

১৮। নিয়মসমূহ (Rules): প্রথম তফসিল বা ১২২ ও ১২৫ ধারার অধীনে প্রণীত যেসব নিয়ম বা ফরম রয়েছে, সেগুলোই এখানে বোঝানো হয়েছে।

১৯। কর্পোরেশনের শেয়ার (Share of Corporation): শেয়ার, স্টক, ডিবেঞ্চার, ঋণপত্র, মুচলেকা—সবই কর্পোরেশনের শেয়ারের অন্তর্ভুক্ত।

২০। স্বাক্ষরিত (Signed): রায় বা ডিক্রি ছাড়া অন্য যেকোনো নথি বা আদেশে “স্বাক্ষরিত” বলতে বোঝায় সেগুলোতে স্ট্যাম্প যুক্ত আছে।

“কোড” বলতে কী বোঝায়?

কোড বলতে আইন আর তার সাথে তৈরি করা বিধিমালা দুটোই বোঝায়।

“ডিক্রি” বলতে কী বোঝায়?

ডিক্রি হলো বিচারকের চূড়ান্ত সিদ্ধান্ত, যা মোকদ্দমার মূল বিষয় নির্ধারণ করে। এটা প্রাথমিক বা চূড়ান্ত হতে পারে। তবে আপিলযোগ্য আদেশ বা খারিজের আদেশ ডিক্রির মধ্যে পড়ে না।

“ডিক্রিদার” কাকে বলা হয়?

যে ব্যক্তি মোকদ্দমায় জিতে ডিক্রি পায়, তাকেই ডিক্রিদার বলে।

“জেলা” বলতে কী বোঝায়?

জেলার অর্থ হলো প্রধান দেওয়ানী আদালতের এখতিয়ারের ভৌগোলিক এলাকা। হাইকোর্টের এখতিয়ারও এর মধ্যে ধরা হয়।

“বিদেশী আদালত” বলতে কী বোঝায়?

বাংলাদেশের বাইরে অবস্থিত এমন আদালতকে বিদেশী আদালত বলা হয়, যেটি সরকার দ্বারা প্রতিষ্ঠিত বা নিয়ন্ত্রিত নয়।

“বিদেশী রায়” কী?

বিদেশী আদালতের দেওয়া রায়কেই বিদেশী রায় বলা হয়।

“সরকারি উকিল” বলতে কাকে বোঝায়?

সরকার যাকে নিযুক্ত করে মোকদ্দমা পরিচালনার জন্য, তাকেই সরকারি উকিল বলা হয়। সরকারি উকিলের অধীনে কাজ করা অন্য উকিলরাও এর অন্তর্ভুক্ত।

“বিচারক” বলতে কাকে বোঝায়?

দেওয়ানী আদালতের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ বিচার প্রক্রিয়া পরিচালনাকারীকে বিচারক বলা হয়।

“সাব্যস্ত দেনাদার” কাকে বলা হয়?

যে ব্যক্তির বিরুদ্ধে ডিক্রি হয়েছে বা কার্যকর আদেশ হয়েছে, তাকেই সাব্যস্ত দেনাদার বলা হয়।

“আইনগত প্রতিনিধি” বলতে কাকে বোঝায়?

মৃত ব্যক্তির সম্পত্তির বৈধ প্রতিনিধি, অথবা যার উপর মৃতের সম্পত্তি বর্তায় তাকেই আইনগত প্রতিনিধি বলে।

“অন্তর্বর্তীকালীন মুনাফা” বলতে কী বোঝায়?

কোনো সম্পত্তি বেআইনি দখলে থাকা ব্যক্তি যে লাভ করেছে বা করতে পারত, সেই মুনাফা। তবে তার উন্নতির কারণে পাওয়া মুনাফা এর মধ্যে ধরা হয় না।

“অস্থাবর সম্পত্তি” কী কী অন্তর্ভুক্ত করে?

অস্থাবর সম্পত্তির মধ্যে জমিতে থাকা বেড়ে ওঠা ফসলও অন্তর্ভুক্ত।

“আদেশ” বলতে কী বোঝায়?

আদালতের দেওয়া যেকোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত যা ডিক্রি নয়, সেটাই আদেশ।

“উকিল” কাকে বলে?

আদালতে অন্যের হয়ে সওয়াল করার অধিকারী ব্যক্তিকে উকিল বলে।

“নির্ধারিত” বলতে কী বোঝায়?

বিধিমালায় যা নির্দিষ্টভাবে বলা আছে, সেটাই নির্ধারিত।

“সরকারি কর্মচারী” বলতে কাকে বোঝায়?

বিচারক, সিভিল সার্ভিস সদস্য, সামরিক কর্মকর্তা, আদালতের কর্মকর্তা, পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কিংবা সরকারের পক্ষে দায়িত্বে থাকা যেকোনো ব্যক্তিকে সরকারি কর্মচারী বলা হয়।

“কর্পোরেশনের শেয়ার” বলতে কী বোঝায়?

কর্পোরেশনের শেয়ার বলতে স্টক, ডিবেঞ্চার, ডিবেঞ্চার স্টক বা বন্ডকেও বোঝানো হয়।

“বিধিমালা” কী?

আইনের প্রথম তফসিলে থাকা বিধিমালা বা ১২২ ও ১২৫ ধারার অধীনে তৈরি বিধিমালা বোঝায়।

“স্বাক্ষরিত” বলতে কী বোঝায়?

রায় বা ডিক্রির বাইরে অন্য ক্ষেত্রে “স্বাক্ষরিত” মানে হলো স্ট্যাম্পযুক্ত।

দেওয়ানী কার্যবিধি, ১৯০৮

YouTube Playlist Embed (No Gap Fix)

সাম্প্রতিক প্রকাশিত লেকচারসমূহ

বাংলাদেশের আইনসমগ্র

আমাদের সেবাসমূহ

প্রয়োজনীয় সরকারি লিংক

📱 অ্যাপ ডাউনলোড করুন — দ্রুত

অ্যাপ ইন্সটল করে সবকিছু এক জায়গায় দেখুন।

Check Also

দেওয়ানি কার্যবিধি ১৯০৮ – Code of Civil Procedure (CPC 1908) Bangladesh

Section 1. Short title, commencement and extent | সংক্ষিপ্ত শিরোনাম, প্রবর্তন ও ব্যাপ্তি

মূল পাতায় ফিরে যান আইনসমগ্র এর সূচী দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ এর সূচীপত্রে ফিরে যেতে এখানে …

দেওয়ানি কার্যবিধি ১৯০৮ – Code of Civil Procedure (CPC 1908) Bangladesh

Section 2. Definitions | সংজ্ঞা

মূল পাতায় ফিরে যান আইনসমগ্র এর সূচী দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ এর সূচীপত্রে ফিরে যেতে এখানে …

আপনার মূল্যবান মন্তব্য লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

Table of Contents

Index